চট্টগ্রাম প্রতিনিধি: আজ ১৫/০৮/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে, উপজেলার কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আনোয়ারা মেডিকেল হতে কালা বিবির দিঘির মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয় ।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক আহবায়ক মহসিন চৌধুরী রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আবদুল করিম,
আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন খান, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ,আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম (মেম্বার) মোহাম্মদ আনোয়ার হোসেন , যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দীন চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, মোঃ ইউসুফ, মোহম্মদ জাহাঙ্গীর, আবুল হাসেম, আবুল মুছুর সদস্য, মুক্তার হোসেন, মোঃ ফারুক, মামুনুর রশিদ, মহিউদ্দিন, আব্দুল মোতালেব, আরফাত হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সাইফুল, আব্দুল মতিন, ফিয়ার মোহাম্মদ, মোঃ ফারুক।
উক্ত বিক্ষোভ মিছিলে পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খুনি হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানাচ্ছেন এবং সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে জনগণের সামনে করতে হবে।
যারা লুটপাট গুন খুন ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের বিচার জনগণের সামনে করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান, সাধারণ মানুষের জান, মাল নিরাপত্তার দেওয়ার জোর দাবি জানাচ্ছেন।