লেখক: শাহনাজ সিঁথি
প্রকাশক: মেঘদূত প্রকাশনী
পাঠ প্রতিক্রিয়া: সায়মা শরমীন পপি।
ভ্রমণ কাহিনী বরাবরই আমাকে টানে, প্রিয় বন্ধু সিঁথির ‘লেবানন সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এক বৈচিত্র্যময় উপাখ্যান’ বইটি আমাকে নিয়ে গেছে অন্যরকম এক মোহনীয় জগতে। ভ্রমণ তথ্য সর্বস্ব হলেই হয় না, তাতে চাই সাহিত্য পাঠের অনুভব। বইটিতে জীবন পর্যবেক্ষণ, প্রকৃতি অবলোকনের এমন আকর্ষণীয় বর্ণনা! বারবার পাঠের আগ্রহ জাগিয়ে দেয়। আমাদের অনুভব কে উদ্দীপ্ত করে, ভ্রমণ মানসিকতাকে উসকে দেয়।সুখময় সেই আনন্দ ঘন মুহূর্তগুলোকে মলাটবন্দী করে পাঠকের কাছে উপস্থাপন করাকে লেখক তার নৈতিক দায়িত্ব হিসাবে ধরে নিয়েই রচনা করেছে ‘লেবানন সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এক বৈচিত্র্যময় উপাখ্যান’ বইটি।জুপিটারের মন্দির ম্যারেনাইট গির্জার অপূর্ব বর্ণনা, খলিল জিবরানের বাড়ির চোখ ধাঁধানো শৈল্পিক ছোঁয়া, ব্রক্ষানার পাহাড়ের খাঁজে খাঁজে প্রকৃতির অপরূপ রূপ, ঝড়ের দিনে প্রকৃতি রং রূপ পাল্টানো সমুদ্র ফুসে উঠার সেই ভয়াল বর্ণনা, রাওশিক রক পিজিওন রকের মুগ্ধ হাতছানি যে কোন ভ্রমন পিপাসু মানুষকে উদ্দীপ্ত করবেই। প্যারাগ্লাইডিং এর ভয়ংকর সেই অভিজ্ঞতা যতবার মনে পড়ে চোখের কোনে পানি জমে, জায়তা গ্ৰতো পাতালপুরীর মহাকাব্য বিষ্ময়ের বিস্ময়! আমিও লেখকের সাথে হারিয়ে যাচ্ছিলাম সেই মোহনীয় জগতে। মাকামে নবী প্রিয় তিন নবীর বাসস্থান লেখকের অনবদ্য সৃষ্টি, যত পড়ছিলাম ততই গভীর প্রশান্তিতে মন ভরে উঠেছিল, যদিও এর মহাত্ব বর্ণনা করা সম্ভব না, তবুও লেখকের চেষ্টার কমতি ছিল না। এ যেন এক স্বর্গীয় অনুভূতি।আর এক বিস্ময় লেডি হারিসা,আমির বশিরের প্রাসাদ, তান্নুরীন পাথরে পর্বতমালার স্মৃতি সত্যি মোহিত করেছে খুব। বন্ধুর পথ পাড়ি দিয়ে সিন্কহোলে পৌঁছানোর বর্ণনা তারপর এর সৌন্দর্য যেন অবাক করা বিস্ময়! আমিও লেখকের সাথে মোহাবিষ্ট হয়ে পড়ছিলাম। প্রকৃতির এই অপার রহস্য হয়তো কোন লেখকের পক্ষে সম্পূর্ণ তুলে আনা সম্ভব না, তবুও বলবো লেখক তার চোখে দেখা অনুভূতি অনুভব দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের সামনে উপস্থাপনের।মিশ্রিত সংস্কৃতির এই দেশের নানা জাতি ধর্ম বর্ণ ও বহুবিধ ভাষাভাষী মানুষের পরিচিতি তুলে ধরার আদম্য চেষ্টা রয়েছে বইটিতে। রয়েছে সহস্র বছরের মানব সভ্যতার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটের অপূর্ব মেলবন্ধন, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার বিবরণ। আমাদের জানার পরিধি বাড়িয়ে দেয়ার মত যথেষ্ট তথ্য সংযুক্ত হয়েছে বইটিতে। সাথে আছে লেখকের চলতি পথে ঘটে যাওয়া ব্যক্তি জীবনের বেশ কিছু মজাদার অভিজ্ঞতার সন্নিবেশ যার কারণে বইটি হয়েছে সুখপাঠ্য যা পড়তে কখনোই একঘেয়ে বা অবসাদগ্রস্ত হবেন না।এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে বইটি। প্রকৃতি ও ভ্রমণের সবটুকু সৌন্দর্য লেখার মাধ্যমে প্রকাশ করা সত্যিই কঠিন, উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তবে বইটি পড়লে বুঝা যায় লেখক তার সবটুকু দিয়ে চেষ্টা করেছেন, লেখার ভাঁজে ভাঁজে যত্নের ছাপ স্পষ্ট অনুভূত হয়। ভ্রমণ কাহিনী পড়ার আগ্রহ যাদের রয়েছে নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন ‘লেবানন সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এক বৈচিত্র্যময় উপাখ্যান’।
Submitted by: Rakibul Islam Chy (Senior correspondent)