নিজস্ব ডেক্স: রমজান মাস জুড়ে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Unity Spark। সংগঠনটির চট্টগ্রাম জেলা ইউনিট, সিলেট, ঢাকা এবং কক্সবাজার ইউনিট এক মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে, যা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ ছিল। চট্টগ্রাম ও ঢাকা ইউনিটের উদ্যোগ: খাদ্য ও রমজানের উপহার বিতরণচট্টগ্রাম ও ঢাকা ইউনিটের স্বেচ্ছাসেবীরা রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করেছে।
অর্থনৈতিক সংকটে থাকা অনেক পরিবার রমজানের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয় সংগঠনটি।একজন সুবিধাভোগী বলেন, “রমজানে পরিবার নিয়ে কষ্টে দিন কাটছিল, Unity Spark থেকে সাহায্য পেয়ে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”সিলেট ও কক্সবাজার ইউনিটের উদ্যোগ: বৃহৎ পরিসরে ইফতার আয়োজন
সিলেট ও কক্সবাজার ইউনিট বিশাল পরিসরে ইফতার আয়োজন করেছে, যেখানে শুধু গরিব ও অসহায় মানুষ নয়, সাধারণ পথচারী ও নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষও ইফতারে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। একসঙ্গে শত শত মানুষের জন্য আয়োজিত এসব ইফতার মাহফিলে পরম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। সিলেট ইউনিটের এক সদস্য বলেন, “রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা। আমরা চেষ্টা করেছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে।”দেশজুড়ে মানবতার সেবায় Unity Spark দেশের বিভিন্ন ইউনিটের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে Unity Spark প্রমাণ করেছে, তারা শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি মানবিক আন্দোলন। একেকটি ইউনিট স্বতন্ত্রভাবে কাজ করলেও তাদের লক্ষ্য অভিন্ন—সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, “মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার যে অনন্য শান্তি, তা অন্য কোথাও পাওয়া যায় না। চট্টগ্রাম জেলা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম, আর এখন তা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে পড়েছে। আমাদের লক্ষ্য দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারেও Unity Spark-এর কার্যক্রমকে পৌঁছে দেওয়া, ইনশাআল্লাহ।”সেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম Unity Spark-এর সফল উদ্যোগের পেছনে রয়েছে সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের নিরলস প্রচেষ্টা। তারা দিনরাত পরিশ্রম করে অসহায় মানুষের জন্য খাদ্য, ইফতার ও রমজানের অন্যান্য উপহার পৌঁছে দিয়েছে।একজন স্বেচ্ছাসেবক বলেন, “রমজানে রোদ, ক্লান্তি বা পরিশ্রম আমাদের দমিয়ে রাখতে পারেনি। মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতিই আমাদের পরম তৃপ্তি দিয়েছে।”ভবিষ্যৎ পরিকল্পনা
Unity Spark ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু রমজানেই নয়, বরং সারাবছর অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি। সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি। দেশব্যাপী ছড়িয়ে থাকা Unity Spark-এর বিভিন্ন ইউনিটের এমন উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।