আজ ৩০ এপ্রিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ আরজু ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৩৮ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে আবরার ফয়সাল সভাপতি, তাহরিম আজাদ সাধারণ সম্পাদক এবং রায়হান আবদুল্লাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। এ কমিটির বেশিরভাগ সদস্যই ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে রাজপথের যোদ্ধা ছিলেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন রিয়াজ উদ্দীন মুহিত, ইমতিয়াজ উদ্দীন রনি, ওমর ফারুক এবং আশরাফ সিদ্দিকি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আল হাসান উদ্দীন নয়ন, এস এম আরমান এবং সিরাজুল ইসলাম রাহিদ।
বোয়ালখালী উপজেলার এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।