গত ১০ই মে ২০২৫ ইংরেজি আনুমানিক রাত ৮টায় খুলনা বাগের হাট হতে চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়ী ছাড়ে এবং তার পরের দিন বিকেল ৪.৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিলো বলে তার পরিবারকে জানাই।
নিখোঁজ ব্যক্তির নাম সুমাইয়া আক্তার
তার পিতাঃ নূর ইসলাম মোল্যা, মাতাঃ নূরানী বেগম
নিখোঁজ সুমাইয়ার বয়স ১৯ বছর।
কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন, তাহলে যোগাযোগ করুন 01540-562316 এই নাম্বারে।
নিখোঁজ সুমাইয়া আক্তারের স্হায়ী ঠিকানা :
২নং সাইট, ৩৮ নং ওয়ার্ড, মাদ্রাসা গোলী থানা: বন্দর, জেলাঃ চট্টগ্রাম। নিখোঁজ সুমাইয়া আক্তারের মায়ের কাছে একটা অচেনা ইমু নাম্বারে কল আসে বলল যে, মা আমি বিপদে পড়ছি আমাকে উর্দ্ধার কর। তারপর থেকে তার মা, বাবা একাধিকবার ইমুতে ফোন দেওয়া হলে কোনভাবে মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন। অন্যদিকে সুমাইয়া আক্তারের মায়ের সন্দেহ হলে, নিখোঁজের আগে তার মেয়ের মোবাইল থেকে পাওয়া নাম্বারে একাধিকবার জয় নামে ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করে নাম্বার ব্লক করে দেয় বলে জানায় সুমাইয়ার মা।
সুমাইয়ার মা, ছেলেটাকে সন্দেহ করে কারণ ছেলেটা ফোন রিসিভ করতেছে না বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে। এইদিকে, নিখোঁজের খবর জানতে পেরে সুমাইয়ার মামা বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন।

Reporter Name 









