কর্ণফুলী প্রতিনিধি জাহিদুল ইসলাম:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার (২৫ মে) দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৮ উপজেলার ৯ স্থানে পথ সভা করে। এদিন এনসিপি নেতা দক্ষিণের সবকটি উপজেলা সদরে গণসংযোগ এবং মতবিনিময় সভায় অংশ নেয়।
হাসনাত আবদুল্লাহর সঙ্গে রয়েছে দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী।
এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা এনসিপির নেতারা উপস্থিত রয়েছেন।
রবিবার সকাল ৮টায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে সেখান থেকে থেকে দক্ষিণ জেলায় পথসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও তার সফর সঙ্গীরা। প্রথমেই কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পথসভা করার কথা রয়েছে সকাল ৯টায়। এরপর সকাল ১০টায় আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী, সকাল সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বরে, দুপুর দেড়টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায়, দুপুর ২টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়, বিকেল সাড়ে ৩টায় দোহাজারী পৌরসভা এলাকায়, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া কলেজ গেট মোড় এলাকায়, ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডি, ফুলতল এলাকায় পথসভা শেষ করার কথা রয়েছে।