আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অর্ন্তগত ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, তালসরা গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দাররা দীর্ঘ দিন ধরে মহা দুর্ভিক্ষে জীবন যাপন করে আসতেছে। স্হানীয় একজন বাসিন্দার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডিপি বাংলা নিউজ কে জানান। দীর্ঘ ২৫০ বছর ধরে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ এই পাড়ায় বসবাস করে আসতেছি। উক্ত পাড়ায় বসাবসরত প্রায় ৫০০ মানুষের চলাচলের একমাত্র রাস্তা হলো এটি। সুদীর্ঘকাল অত্র পাড়ার বাসিন্ধাগণ একমাত্র কাঁচা রাস্তাটি দিয়ে চলাফেরা করে আসতেছে। উক্ত রাস্তাটি মাটির কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে কালে খুবই চলাচলের অনুপযোগি হয়ে উঠে এমনকি ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, এবং এলাকার কেউ মারা গেলে, লাশের খাট বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া অসুস্থ বৃদ্ধ রোগিদেরকে হাসপাতালে নেয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে উঠে। এমন বেহাল অবস্থা যে,
সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। বছরের পর বছর এভাবে বৃষ্টির কারণে কাঁচা রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে গিয়েছে। যার ফলে একটু বৃষ্টি হলেই সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজের বাইরে এবং শিক্ষার্থীদের ঠিকমতো স্কুলে যেতে ভোগান্তির কোন সীমা থাকে না। রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা এবং গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে ছোট যানবাহন গুলো চলাচলের কোনো পরিবেশ থাকেনা। ফলে অসুস্থ,জটিল রোগীরদের প্রয়োজনীয় চিকিৎসা করানো যে কত কষ্টকর হয়ে পড়ে, তা একমাত্র এলাকার ভুক্তভোগীরাই জানে।

Reporter Name 









