পাতা-২
পরবর্তীর্ষে ১৫/০৬/২০১৬ইং নজরুল ইসলাম ও তার পিতা মোঃ ইউনুছ চৌঃ ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে মতোয়াল্লীর বিষয়ে পুনরায় অভিযোগ দাখিল করে যাহার স্বারক নং- ০০.০১.০০০০.৫০৩.২৬২৫১.১৯.২৩১৭৫ পরবর্তীতে ওয়াকফ পরিদর্শকের কার্যালয়, চট্টগ্রাম (জোন ১), চট্টগ্রাম কর্তৃক তদন্ত সাপেক্ষে খারিজ হয় (কপি সংযুক্ত-১০) বর্তমানে ২০২৫ ইং সালে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তফাজ্জল আলী চৌধুরী ওয়াক্ফ এষ্ঠেয় এর সম্পত্তি লুটের কুপরিকল্পনা বাস্তবায়নের জন্য জুলাই ২০২৪ এর আন্দোলনকে ব্যবহার করছেন যা জ্বলাই আন্দোলনের ছাত্রদের অর্জন ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা যা সাধারণ জনমনে ভয়ভীতির সৃষ্টি করে। মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ ও ই.সি-২৩২৩, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকজ এক্টেট দলিলের (কপি সংযুক্ত-১১) বিধান অনুযায়ী অভিযোগকারী উক্ত ওয়াকফ এস্টেট ওয়াকিফ এর ওয়ারিশগণের তালিকানুযায়ী (করি সংযুক্ত-১২) মধ্যে বর্তমান মতোয়াল্লীর আরো ২ প্রজন্ম পরের ওয়ারিশ এবং তিনি বেনিফিশিয়ারীর যোগ্য দাবীদার নয় বিধায় ইহা ফ্যাসাদ সৃষ্টির উদ্দেশ্যে উক্ত অভিযোগ করেছেন।
এমতাবস্থায়, মহোদয়ের নিকট একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে আকুল আবেদন এই যে, উপরোক্ত বর্ণনাদি সুবিবেচনা পূর্বক ই.সি-২৩২৩, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেট এর সম্পদ এর সুরক্ষার্থে এবং আমার মত বয়বৃদ্ধ, এসস্থ একজন নিরীহ বাক্তিকে উদ্দেশ্যমূলক হয়রানী হতে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবহার্থে নির্দেশনা প্রদানের জন্য মহোদয়ের নিকট বিটীট আবেদন করছি।
সংযুক্তি সমূহঃ
সংযুক্তি-১ঃ মতোয়াল্লী নিযুক্তির ছায়ালিপি ২ পাতা
সংযুক্তি-২: মাননীয় উপাদষ্ঠা মহোদয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর দাখিনড়ত অভিযোগের ছায়ালিপি ১ পাতা।
সংযুক্তি-৩। প্রশাসক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় বরাবর দাখিলকৃত অভিযোগের ছায়ালিপি ১ পাতা
সংযুক্তি-৪: রাজনৈতিক দলের লেটার হেড প্যাডে নেতার সুপারিশ সম্বলিত আবেদনের ছায়ালিপি-২ পাতা।
সংযুক্তি-৫: চট্টগ্রাম, কেন্দ্রেয়ালী থানার মামলা নং- ২১/১০)২৪
সংযুক্তি-৬। চট্টগ্রাম, কে তয়ালী থানার মামলা নং- ২১,১০)২৪ এর বাদী কর্তৃক প্রদত্ত হলফনামার ছায়ালিপি ১ পাতা।
সংযুক্তি-৭। অভিযোগকারীর সহিত স্বৈরচার আওয়ামী নেতার ছবি রঙ্গিন ২ পাতা
সংযুক্তি-৮৪ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে মতোয়াল্লীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত রিপোর্টের ছায়ালিপি ৫ পাতা।
সংযুক্তি-৯: হাইকোর্ট এ ‘পলিয়েট ডিভিশন কর্তৃক আপিল এর রায়ের ছায়ালিপি ১ পাতা
সংযুক্তি-১০। ওয়াকফ্ পরিদর্শকের কার্যালয়, চট্টগ্রাম (জোন-২), চট্টগ্রাম কর্তৃক তদন্ত রিপোর্টের ছায়ালিপি- ১৬ পাতা।
সংযুক্তি-১১ঃ তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ্ফ এষ্টেট দলিলের অবিকল নকল এর ছায়ালিপি-১২ পাতা।
সংযুক্তি-১২ঃ তফাজ্জল চৌধুরীর ওয়ারিশগণের তালিকা- ১ পাতা।
বিনীত নিবেদক,
উইল চৌধুরী
মতোয়াল্লী,
তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেট
ইসি- ২৩২৩, শুলকবহর, পার্চলাইশ, চট্টগ্রাম।
অনুলিপিঃ সদয় জাখার্তে ও প্রয়োজনীয় ব্যবস্থার্থে (জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)ঃ-
১. মাননীয় উপদেষ্টা, হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কক্ষ নং-৭৪১, ভবন নং-৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০। ইমেইল: adviser.lgrdc@lgd.gov.bd
২. সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কক্ষ নং-১০১, ভবন নং-৮, লেভেল-১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
ইমেইল: secretary@mora.gov.b
৩. মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব), মাননীয় উপদেষ্টার দপ্তর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কক্ষ নং-১০৫, ভবন-০৮, লেভেল-০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০। ইমেইল: ps_adviser@mora.gov.bd
৪. মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব, মাননীয় উপদেষ্টার দপ্তর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কক্ষ নং-১০৫, ভবন-০৮, লেভেল-০১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০। ইমেইল। aps adviser@mora.gov.bd
৫. বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম-৪০০০। ইমেইল: divcomchittagong@mopa.gov.bd জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট হিল, কোতোয়ালী, চট্টগ্রাম-৪০০০। ইমেইল। dochittagong@mopa.gov.bd
৬. ৭. ওয়াকফ প্রশাসক (যুগ্মসচিব), বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসকের কার্যালয়, ৪ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০। ইমেইল: annarra gov.bd
৮. সহকারী ওয়াকফ প্রশাসক, চট্টগ্রাম জেলা, কাজীর দেওরী, চট্টগ্রাম। ইমেইল: aa.chattogram@waqf.gov
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, নয়াপা
৯. ১০. জনাব মুহাম্মদ শার্যসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলানী, চট্টগ্রাম মহানগর।
১১. জনাব নহিদ ইসলাম, আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলা মোটর, রুপায়ন ট্রেড সেন্টার, ঢাকা।
১২. জনাব হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), জাতীয় নাগরিকপট-এনসিপি, বাংলা মোটর, রূপায়ন ট্রেড সেন্টার, ঢাকা।

Reporter Name 








