মোহাম্মদ জাবেদ চৌধুরী রানা : গভীর রাতে নাটকীয় অভিযানের জন্ম,চকবাজার থানাধীন, জিইসি মোড় “মেডিকেল সেন্টার” এর অপজিটে “টি.এম.টি” বিল্ডিংয়ে-১৬ আগস্ট আনুমানিক রাত ১১টায় চট্টগ্রামের চকবাজার থানার পুলিশ,একটি অভিযানে গিয়ে আলোচনার জন্ম দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বাবর আহমেদ বাবুকে আটক করার উদ্দেশ্যে জিইসি মোড়ের টিএমটি বিল্ডিংয়ে এই অভিযান চালানো হয়। যদিও শেষ পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি, তবে পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও নানা প্রশ্ন। অভিযান ও আটক নিয়ে ধোঁয়াশা। আনুমানিক রাত ১১টার দিকে উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল টিএমটি বিল্ডিংয়ে প্রবেশ করে রাত আনুমানিক ২.২০মিনিট পর্যন্ত অবস্থান করেন। তারা মূল ফটকে তালা দিয়ে ভেতরে প্রবেশ করলে- দারোয়ান সাংবাদিকদের জানান যে- ভেতরে অভিযান চলছে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। একাধিক সূত্র থেকে জানা যায়, ভেতরে অভিযুক্ত ব্যক্তি এবং পুলিশের মধ্যে দীর্ঘক্ষণ দেনদরবার চলে। অভিযান চলাকালে সাংবাদিকরা এসআই গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ওই এলাকায় তার অবস্থানের বিষয়টি অস্বীকার করেন।অথচ তার কিছুক্ষণ পর ঐ অভিযান স্থল থেকে গণমাধ্যম কর্মীদের সামনে বেরিয়ে আসেন।তখন গণমাধ্যম কর্মীদের মনে প্রশ্ন জাগে,কেন এত মিথ্যার আশ্রয়?তাহলে কি সাধারণ জনগণের মুখে-মুখে ছড়ানো কথাটায় বাস্তব!টাকার বিনিময়ে, নতুবা উপর মহলের চাপে ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী দুসর বাবর আহম্মদ বাবু কে।অভিযাকারী পুলিশের বক্তব্যের অমিল- রাত আনুমানিক ২টার দিকে অভিযান শেষে চকবাজার থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা বিল্ডিং থেকে বেরিয়ে আসেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য শোনা যায়: এসআই গিয়াস উদ্দিন বলেন, “আমরা যাকে আসামি মনে করে গিয়েছিলাম, তিনি নন। আমরা অন্য একজনকে পেয়েছি।”এসআই মৃদুল দাবি করেন, “আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, অনেক চেষ্টা করেছি। হয়তো ভুল তথ্য ছিল।” সেকেন্ড অফিসার বলেন, “এই বিষয়ে আমি বেশি কিছু জানি না। তিনি ওই স্থানে নেই, অন্য একজনকে পাওয়া গেছে।”পরবর্তীতে সেকেন্ড অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং তানার ওসির সাথে কথা বলার পরামর্শ দেন। পুলিশের বক্তব্য অনুযায়ী বিল্ডিয়েংয়ে যাকে পাওয়া গেছে তার কোনো ছবি বা ভিডিও তাদের কাছে আছে কি না জানতে চাওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি। তদবিরের গুঞ্জন: টিএমটি বিল্ডিংয়ের একাধিক প্রতিবেশীর সূত্রে জানা যায়, পুলিশ বাবর আহমেদ বাবুকে নিশ্চিতভাবে আটকের পর উচ্চ পর্যায় থেকে অনৈতিক তদবিরের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই পুলিশ কর্মকর্তারা বিল্ডিং থেকে বেরিয়ে যান।এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে, আসলেই কি বাবর আহমেদ বাবুকে আটক করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে কোন তদবিরের কারণে তাকে ছেড়ে দেওয়া হলো? পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসায় পুরো ঘটনাটি এখনো রহস্যে ঘেরা।এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত ওসি সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন-আমি নতুন এসেছি, আমি সব জায়গা চিনি না,তবে সব অভিযান আমাকে জানিয়ে করা হয়।তবে তিনি এই বিষয় সম্পর্কে তেমন কিছু জানি না বলে এড়িয়ে গেলেন।
News Title :
চান্দগাঁও থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদমান গ্রেফতার।।
রাহাত্তার পুলে দিন দিন বেড়ে চলেছে সন্ত্রাসী, চাঁদাবাজি ও মোবাইল চিন্তাই,নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী।
চট্টগ্রামে সম্পত্তির জের ধরে ছোট বোন ও সদ্য পরলোকগমনকারী ছোট ভাইয়ের পরিবারের উপর বড় ভাইয়ের হামলা।।
চট্টগ্রামের সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ পরবর্তীতে স্থানীয়ভাবে সমাধান।
আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
শ্রীপুরে বর্ণাঢ্য বিএনপির ৪৭তম বার্ষিকীতে র্যালী-সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সড়ক পরিবহন শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি।
চান্দগাঁও থানাধীন সাবানঘাট খোলাপাড়ায় ইয়াকুব নামের ব্যক্তির পরিবারের উপর নিরবিচারে হামলার অভিযোগ।
সাতকানিয়া আওয়ামী লীগ নেতা বাবর আহমেদ বাবুকে নাটকীয়ভাবে আটকের গুঞ্জন:
News Title :
চান্দগাঁও থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদমান গ্রেফতার।।
রাহাত্তার পুলে দিন দিন বেড়ে চলেছে সন্ত্রাসী, চাঁদাবাজি ও মোবাইল চিন্তাই,নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী।
চট্টগ্রামে সম্পত্তির জের ধরে ছোট বোন ও সদ্য পরলোকগমনকারী ছোট ভাইয়ের পরিবারের উপর বড় ভাইয়ের হামলা।।
চট্টগ্রামের সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ পরবর্তীতে স্থানীয়ভাবে সমাধান।
আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
শ্রীপুরে বর্ণাঢ্য বিএনপির ৪৭তম বার্ষিকীতে র্যালী-সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সড়ক পরিবহন শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি।
চান্দগাঁও থানাধীন সাবানঘাট খোলাপাড়ায় ইয়াকুব নামের ব্যক্তির পরিবারের উপর নিরবিচারে হামলার অভিযোগ।
সাতকানিয়া আওয়ামী লীগ নেতা বাবর আহমেদ বাবুকে নাটকীয়ভাবে আটকের গুঞ্জন:
সাতকানিয়া আওয়ামী লীগ নেতা বাবর আহমেদ বাবুকে নাটকীয়ভাবে আটকের গুঞ্জন:
-
মোহাম্মদ জাবেদ চৌধুরী রানা
- Update Time : 02:42 pm, Wednesday, 20 August 2025
- 299 Time View
Tag :