চাঁন্দগাও থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদমান গ্রেফতার।
৬ অক্টোবর রোজ সোমবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটে চান্দগাঁও থানার ডেভিল অভিযানে রিদোয়ান আহম্মদ সাদমান নামক এক দুদর্ষ ছাত্রলীগ নেতাকে আটক করে। স্থানীয়দের দাবী সাদমান আওয়ামীলীগ আমলে এলাকাতে চাদাঁবাজি, সন্ত্রাসী ও দখল দারিত্ব করে বেড়াত,কিন্তু আওয়ামী লীগ পতনের পরও তার এই দৌরাত্ম্য কমে নাই।বরং দিন-দিন দৌরাত্ম্য বেড়েই চলেছে। চান্দগাঁও থানার এ ডেভিল অভিযানকে সাধুবাদ জানাই এলাকাবাসী।।