ডিপি বাংলা নিউজ ডেক্স:একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা মিছিল মিটিং সংগঠনিক দায়িত্ব। অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এই দুইয়ের মাঝেই কেটে যায় তার দিন। ক্লান্তি আসে কিন্তু থেমে নেই, এই ছাত্রদলের সাবেক সোনালী ফসল, দীর্ঘদিন দায়িত্বরত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, দীর্ঘদিন আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং মহানগর। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত রয়েছে। অনেকেই বলেন এই সময়ে এমন মানুষ পাওয়া কঠিন। যখন চারপাশে স্বার্থ আর সুবিধার হিসাব চলে তখন আহমদ নুর এরিক মতো মানুষ নিঃশব্দে কাজ করে যান। কোনো প্রচার নেই। কোনো বড় দাবি নেই।শুধু মানুষের পাশে থাকা। এই মানুষটির জীবন গল্প আসলে আমাদের সমাজেরই গল্প।একটি সমাজ যেখানে আদর্শ এখনো কিছু মানুষের বুকের ভেতর জ্বলে।যেখানে রাজনীতি মানে এখনো মানুষের জন্য কিছু করা। জিয়াউর রহমানের আদর্শ আহমদ নুর এরিক কাছে কোনো স্লোগান নয়। এটি তার জীবনের দর্শন। তিনি বিশ্বাস করেন শক্ত হাতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দরকার মানবিক হৃদয়।দরকার এমন নেতৃত্ব যারা সাধারণ মানুষের কষ্ট বুঝবে। আজ যখন রাজনীতি নিয়ে মানুষের অনাস্থা বাড়ছে টিক তখন ক্ষমতার বাইরে থেকেও মানুষের জীবনে আলো ফেলা যায়। শুধু বলেন মানুষের পাশে থাকতে চাই।যতদিন পারি, জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে সততার সঙ্গে পথ চলতে চাই। আর সেই আলোই হয়তো একদিন সমাজকে পথ দেখাবে।
আহমদ নুর এরিক
সাংবাদিক ও লেখক এবং বিশিষ্ট রাজনীতি ব্যক্তি।

Reporter Name 








